
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। ওই নারীর নাম নমিতা রানী মহন্ত (২৭)। নমিতা জেলা শহরের মাস্টারপাড়া এলাকার নয়ন চন্দ্র মহন্তের স্ত্রী।
২৪ জুন, সোমবার সকালে গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রবিবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম রেলগেট এলাকায় অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়।
রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নয়ন ও নমিতা দম্পতির সংসারে ১০ বছরের একটি ছেলে রয়েছে। নয়ন তার স্ত্রী-সন্তান, বাবা-মা এবং ছোট ভাই-বোনদের নিয়ে একই বাসায় বসবাস করতেন। তাদের মধ্যে পারিবারিক অশান্তিও ছিল। এরই এক পর্যায়ে রবিবার বিকেলে সবার অজান্তে নমিতা বাড়ি থেকে বের হয়ে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম রেলগেট এলাকায় গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে সে ঘটনাস্থলেই মারা যান।
গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি আব্দুল মতিন বলেন, নিহত নমিতার আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের লোকজনকে জানানো হয়। ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।
বিবার্তা/খালেক/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]