
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ ২ জনের মৃত্যু হয়েছে।
২১ জুন, শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার বড়দাহ ও সদর উপজেলার আঠারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান (৬৫) ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নেবুতলা গ্রামের মৃত ঈমাইন মণ্ডলের ছেলে এবং জুথী খাতুন শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শৈলকুপা উপজেলার মুহম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তার স্ত্রী জুথী খাতুন মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে জুথী খাতুন রাস্তায় ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
অন্যদিকে নেবুতলা গ্রামের ইউপি সদস্য মো. ঝন্টু মিয়া জানান, শুক্রবার বিকালে হলিধানী বাজারে পাঁকা কাঁঠাল বিক্রি করতে বের হন আতিয়ার রহমন। বাড়ি থেকে বাই-সাইকেলে করে রাস্তা পার হবার সময় ঝিনাইদহ থেকে হলিধানী বাজারের দিকে যাওয়া একটি ইজিবাইক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘাতক ইজিবাইক আটক করেছে। ওসি জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]