প্রতিশ্রুত জলবায়ু অর্থ পরিশোধের দাবিতে মোংলায় সাইকেল র‌্যালি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৮:৩১
প্রতিশ্রুত জলবায়ু অর্থ পরিশোধের দাবিতে মোংলায় সাইকেল র‌্যালি
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু অর্থ পরিশোধের দাবিতে মোংলায় ১নং জেটি রোডে এপিএমডিডি, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ইকুইটি বিডি, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।


১১ জুন মঙ্গলবার বিকেল ৫টায় সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেত্রী কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলানটিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, ক্ষুদ্র ব্যবসায়ী এনায়েত হোসেন প্রমুখ।


ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা আব্দুর রশিদ বলেন, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বৈশ্বিক তাপমাত্রা সীমা পূরণের জন্য জলবায়ু অর্থের জরুরি সরবরাহ প্রয়োজন।


সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, জনসাধারণের তহবিলকে যুদ্ধ এবং সামরিক ব্যয় থেকে দূরে সরিয়ে রাখুন। জলবায়ু ও অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য অর্থ প্রদান করুন।


তিনি আরো বলেন, জি-৭ এবং অন্যান্য ধনী দেশগুলির সরকার পৃথিবী উষ্ণায়নের জন্য দায়ী। একই সাথে তারা তাদের অন্যায় কৃতকর্মের ক্ষতিপূরণ দিতে ক্রমাগতভাবে ব্যর্থ হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাইকেল র‌্যালিটি ব্যানার ফেস্টুন সহকারে বন্দর নগরী মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং জেটি রোডে আবার ফিরে আসে এবং কর্মসূচি শেষ হয়।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com