
নড়াইল সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
১১ জুন, মঙ্গলবার বিকালে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।
তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ভালো কিছু অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সঠিক গন্তব্যে পৌঁছার জন্য টার্গেট নিয়ে লেখাপড়ার করার পাশাপাশি সাহিত্য চর্চাও করতে হবে।
নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শ্যামা প্রসাদ সাহা, মুহাম্মদ নাজমুল হুসাইন রনিসহ কলেজের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]