
নড়াইলের ৩টি থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
১০ জুন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন মামলার পলাতক আসামি ও ১৫১ ধারায় নড়াইল সদর থানায় ৯ জন, লোহাগড়া থানায় ১ জন ও নড়াগাতী থানায় ৪ জনসহ মোট ১৪ জন আসামি গ্রেফতার করা হয়।
ফৌজদারি অপরাধ, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ।
নড়াইল পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদি হাসান বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]