
যশোরের চৌগাছায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন সামছুল হক (৫৫) নামের এক সবজি বিক্রেতা।
১০ জুন, সোমবার ভোরে চৌগাছা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সামছুল হক ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সামছুল হক পেশায় একজন সবজি বিক্রেতা। রবিবার সবজি নিয়ে তিনি যশোর শহরে বিক্রি করতে যান। বিকেল তিনটার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্দেশে চৌগাছার বাসে উঠে বসেন। ধারণা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছ থেকে সব কিছু লুটে নেয়। তাকে বহনকারী বাসটি চৌগাছায় পৌঁছালে বাস থেকে সকল যাত্রী নেমে গেলেও তিনি সিটে অচেতন অবস্থায় ছিলেন।
বাস কাউন্টারের সদস্যরা তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। রাতে কিছুটা জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হলেও তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন বলেন, রবিবার বিকেলে বাস কাউন্টারের লোকজন এসে অজ্ঞাত পরিচয়ে তাকে ভর্তি করেন। রাতে জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। অধিক মাত্রায় চেতনানাশক খাওয়ানোর কারণে তার মৃত্যু ঘটেছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]