নড়াইলে ৭০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৮:০৫
নড়াইলে ৭০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লোহাগড়ায় ৭০০ দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


১০ জুন, সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার পৌর আওয়ামী লীগ অফিস, মুন্সী আলাদ্দীন মোড়, মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প এলাকাসহ অন্যান্য এলাকায় ৭০০ দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


উপহার সামগ্রী মধ্যে ছিল মিনিকেট চাল- ১০ কেজি, চিনি- ১ কেজি, ডাল- ১ কেজি, তেল- ১ কেজি, লবণ- ১ কেজি ও মশলার প্যাকেট।


এ সময় হুইপ মাশরাফীর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, হুইপ মাশরাফীর ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়ন, যুবলীগ নেতা আশরাফুল আলম প্রমুখ।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com