
‘‘জীবন কে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’’ স্লোগানে নড়াইলের লোহাগড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন, সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম, ডা. এস.এম মাসুদ, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার মোস্তফা কামাল লিওন, প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সাংবাদিক রূপক মুখার্জিসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, ক্যান্সার এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে। এসময় শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]