
মনিরামপুরে ট্রাকের চাপায় পথচারীসহ দুই জন নিহত হয়েছেন। ১০ জুন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।
নিহতরা হলেন- বাঁধাঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৭০) এবং দুর্ঘটনা কবলিত ওই ট্রাকের হেলপার। নিহতের হেলপারের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল একটি পানির ট্যাংকি ভর্তি ট্রাক। ট্রাকটি মনিরামপুরের বাঁধাঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বেপারী রাইস মিলের গেটের পাশে দালান ঘর ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান সড়কের পাশে বসে গল্প করছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকেও চাপা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে হেলপার এবং আব্দুর রহমান মারা যায়।
ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, মনিরামপুরের বাঁধাঘাটা এলাকার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। অপর একজন হেলপারের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]