
ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার গলায় গামছা বেঁধে বিতাড়িত করার হুমকি দিয়েছেন পৌর মেয়র।
শুক্রবার (৭ জুন) শৈলকূপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম নবনির্বাচিত সাংসদ নায়েব আলী জোয়ার্দ্দারের সংবর্ধনা অনুষ্ঠানে শৈলকূপা থানার ওসি মো. সফিকুল ইসলাম চৌধুরীকে বিতাড়িত করার হুমকি দেন।
এসময় মেয়র বলেন, এই দুর্নীতিবাজ ওসি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমরা চাই অতিসত্বর দুর্নীতিবাজ প্রশাসন বিশেষ করে এই ওসি এখান থেকে চলে যাক। তা না হলে গলায় গামছা বেঁধে তাকে আমরা বিতাড়িত করব।
ইতোমধ্যে মেয়রের ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রশাসন এবং জনমনে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এমপি নায়েব আলী জোয়ার্দ্দার মেয়রের এমন বক্তব্য সমীচিন নয় বলে জানান।
তিনি বলেন, এটা কোন দলের বক্তব্য না । যিনি এ বক্তব্য দিয়েছেন দায় দায়িত্ব তার ।
বিবার্তা/রায়হান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]