
ভারতের শিকারপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন, শনিবার সকাল ১০টায় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার শিকারপুর হাইস্কুল মাঠে দুই দেশের সীমান্ত রক্ষীর শীর্ষ কর্মকর্তাদের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেক্টর কমান্ডার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী অনিল কুমার সিনহা। এ সময় উপস্থিত ছিলেন একই সেক্টরের ৮৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী অনিল সিং রাওয়াত। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসাইন (পিবিজিএম)।
এসময় উপস্থিত ছিলেন একই সেক্টরের ৪৭ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান (পিএসসি)। সভায় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]