সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়াল নিহত
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৯:০৯
সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়াল নিহত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়াল মারা গেছেন।


৮ জুন, শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে এ ঘটনা ঘটে।


মৃত মৌয়ালের লাশ একই এলাকার কেওড়ার মাঠের ভারানী এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করেন।


এ সময় কুমিরের আক্রমণ থেকে নদী সাঁতরে পালিয়ে অপর তিন জেলে প্রাণে বাঁচেন। তারা হলেন- সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মন্ডল (৪৪)।


মৃত মৌয়ালসহ এই তিনজনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামে।


পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিষিদ্ধ সময়ে মধু আহরণ করতে এই চার মৌয়াল বনে ঢুকে শনিবার (৮ জুন) ফিরে আসার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন। এদিন দুপুর ১ টার সময় মোশাররফ গাজী (৫৫)কে একটি কুমির করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়।


ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে প্রাণে বেঁচে যান। পরে তিন ঘণ্টা পর দুপুর ৩টায় করমজলের কেওড়ার মাঠে ভারানী এলাকা থেকে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। পরে মৃত মোশাররফ গাজীর লাশ খুলনার দাকোপ থানা পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com