
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়েব আলী (৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৮ জুন, শনিবার উপজেলার ভেটখালী দক্ষিনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নিহতের পিতা আব্দুল আজিজ জানান, সহকর্মীদের সাথে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মাণের কাজ করছিল তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের উপর একটি রড পড়ে যায়। এসময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আব্দুল আজিজ আরও জানান, দুর্ঘটনাবশত ছেলের মৃত্যু হওয়ায় তারা মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়েছেন। তবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে তার ছেলের মৃত্যু হতো না বলে দাবি করেন বৃদ্ধ পিতা।
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারণে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুতের লাইনের উপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আাজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]