লোহাগড়ার ইতনা কলেজে অধ্যক্ষসহ চার পদের নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৮:২৬
লোহাগড়ার ইতনা কলেজে অধ্যক্ষসহ চার পদের নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজে অধ্যক্ষসহ চার পদে নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। এ নিয়ে তৃতীয় বারের মত উক্ত পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো।


৮ জুন, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে প্রতিষ্ঠান প্রধান প্রার্থী ও সংশ্লিষ্টদের এই স্থগিতের সংবাদ জানিয়ে দেন।


উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় উক্ত কলেজে অধ্যক্ষ, অফিস সহকারী, ডিজিটাল ল্যাব টেকনিশিয়ান, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত ছিল। নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের পরও অজ্ঞাত কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।


এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, নড়াইল ডিসি (জেলা প্রশাসক) স্যার মোবাইল ফোনে আমাকে নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার জন্য নির্দেশ দেন।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com