
দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় ফের মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়েছে। মাঝারি এ তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। আবহাওয়া অফিস বলছে আরও ৫-৬ দিন অব্যাহত থাকবে।
৮ জুন, শনিবার বিকেল ৩ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার (৭ জুন) বিকেল ৩ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ।
আর বৃহস্পতিবার (৬ জুন) একই সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে দুই দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এমন তীব্র গরম অনুভূত হচ্ছে। যে কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরছে।
শনিবার সকাল থেকেই অনুভূত হচ্ছে প্রখর রোদের তাপ ও ভ্যাপসা গরম। রোদের তীব্রতায় মানুষ বাইরে বের হতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।
স্বপন নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে অফিস পর্যন্ত যেতে যেতে ঘেমে পুরো শরীর ভিজে গেছে। হঠাৎ আবার অসহ্য গরম শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, চলতি মাসে দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে। চলমান তাপপ্রবাহ আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে।
বিবার্তা/আসিম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]