দৌলতপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৬:৫৬
দৌলতপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিগ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।


৮ জুন, শনিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দৌলতপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর পাটবীজ কর্মকর্তা কামাল হোসেন, স্থানীয় এমপি’র প্রতিনিধি মোতাছিম বিল্লাহ, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ও আমন্ত্রিত সুধীজন অংশ নেয়।


পরে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে সেবা সপ্তাহের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।


এসময় তিনি ভূমি সংক্রান্ত সেবা পেতে সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং কোন ভোগান্তি ছাড়াই অনলাইনের মাধ্যমে সহজেই ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যায় সে বিষয়ে সকলকে অবগত করেন।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com