উপজেলা পরিষদ নির্বাচন: মোংলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৫:২৬
উপজেলা পরিষদ নির্বাচন: মোংলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাত পোহালেই মোংলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। গত ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় নির্বাচন কমিশন উপকূলের কয়েকটি উপজেলার সাথে মোংলা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে। পরবর্তীতে ৯ জুন এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।


এরই মধ্যে শনিবার (৮ জুন) দুপুর ২ টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।


মোংলা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৯ মে। ঝড়ের কারণে তা পিছিয়ে রবিবার (৯ জুন) করার সিদ্ধান্ত হয় এবং এটিই হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের শেষ নির্বাচন।


এদিকে মোংলা উপজেলার নির্বাচনকে সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলাবাহিনী। ৪৮টি কেন্দ্রকে অধিক গুরুত্ব দিয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com