জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দৌলতপুর চ্যাম্পিয়ন
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ২০:৩৫
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দৌলতপুর চ্যাম্পিয়ন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। মিরপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।


৭ জুন, শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া মোহিনী মিলস মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় দৌলতপুর উপজেলা মিরপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেয়। খেলা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে আনন্দ জোয়ারে ভাসে দৌলতপুরের সমর্থক ও ফুটবল প্রেমীরা।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লহর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দৌলতপুরের খেলা প্রিয় দর্শকরা মঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে তারাও আনন্দ উল্লাসে মেতে উঠেন।


সোমবার কুমারখালী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে দৌলতপুর উপজেলা ফাইনালে উন্নীত হয়।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com