
প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশ্যে মাগুরার শালিখা উপজেলার ইকোপার্কে তিন হাজার ফলজ, বনজসহ নানাবিধ বৃক্ষ রোপণ, কানুদার খালের কচুরিপানা অপসারণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে শালিখা উপজেলা প্রশাসন।
৭ জুন, শুক্রবার সকালে এরই ধারাবাহিকতায় কানুদার খালে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণ ও খালের পাড়ে একটি বনজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এর আগে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় গাছ লাগান, পরিবেশ বাঁচান এ শ্লোগানকে সামনে বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের বেগ বলেন, মাগুরার প্রতিটি পতিত জায়গায় আমি একটি করে গাছ লাগাতে চাই, কারণ গাছ আমাদের পরম বন্ধু। তাই বেশি বেশি গাছ লাগিয়ে, আমি পুরো মাগুরা জেলাকে সবুজের নগরী বানাতে চাই। পাশাপাশি মুক্ত জলাশয়ে মাছ চাষের মাধ্যমে মাগুরা বাসীর প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে চাই।
পরে শালিখা উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে শালিখা উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, গ্রাম পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক কানুদার খালের কচুরিপানা অপসারণে নিরলসভাবে কাজ করে।
এদিকে খালের পার্শ্ববর্তী কয়েক একর খাস জায়গা উদ্ধার করে সেখানে বৃক্ষ রোপণ ও ইকোপার্কের স্পট বানিয়ে প্রাণহীন ইকোপার্ককে প্রাণবন্ত করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
এক সাক্ষাৎকারে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, আমি শালিখার মানুষকে বিনোদনমূলক করতে চাই পাশাপাশি ইকোপার্ককে একটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র পরিণত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বিবার্তা/মনিরুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]