
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে পুকুরে পড়ে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৭ জুন, শুক্রবার বিকেলে উপজেলার তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাঈম ওই গ্রামের গোলজার আলীর ছেলে। সে তৈলটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, বিকেলে নাঈম তার বাবা-মার সঙ্গে ইবি থানার ঝাউদিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাধুহাটি-ঝাউদিয়া সড়কের তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ভ্যান উল্টে শিশুর মৃত্যু হওয়ার খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]