
যশোর সদর উপজেলায় মোহাম্মদ আলী (৩৫) নামের যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ জুন) মধ্যরাতে জেলার বাহাদুরপুর তেতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী বাহাদুপুরের আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, মোহাম্মদ আলী রাতে এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পথে কিসমত নওপাড়া দিঘীরপাড়ে কয়েকজন অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুইটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনসহ র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। জমিজমা সংক্রান্ত জেরে এ হত্যাকাণ্ডর ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]