
শিক্ষক-কর্মচারীদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর কলেজ শিক্ষক-কর্মচারী ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৬ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া প্রেসক্লাব সভা কক্ষে দৌলতপুর ডিগ্রি কলেজের শিক্ষক/কর্মচারীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার কারণে রাজনৈতিক প্রতিহিংসায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নির্দেশে আমাকেসহ অত্র কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মচারীর উপর হামলা চালানো হয়। আমার ব্যক্তিগত গাড়ি এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এই ন্যক্কারজনক হামলার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে হামলাকারীরা। ঘটনার সত্যতা যাচাই করে হামলাকারীদের গ্রেফতার, কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন কলেজের অধ্যক্ষ সুমন।
সংবাদ সম্মেলনে হামলার শিকার কয়েকজন শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/রোমেল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]