দৌলতপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ২২:৪৪
দৌলতপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।


সংবাদ সম্মেলনে দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিলসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।


দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ্ আমান লিখিত বক্তব্যে বলেন, আপনারা জানেন, গত ৪ জুন দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি, অনার্স কোর্সের ফরম পূরণে অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণের জন্য কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের সাথে সাক্ষাৎ করেন। আগামী ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে প্রোগ্রাম করার অনুমতিও প্রার্থনা করেন।


এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ছাত্রলীগ নেতাকর্মীদের স্পষ্ট জানিয়ে দেয়, দৌলতপুর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না। এই কলেজ ক্যাম্পাসে তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা বলে তাদের অপমান করে বের করে দেয়।


৫ জুন, বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দাবিগুলো পুনরায় বিবেচনার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেন। এ সময় ছাদিকুজ্জামান খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায়। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষের পোষা ক্যাডার রাজু, বিদ্যুৎ, ছোটন খা, জাফর ইকবাল এবং কলেজের সহকারী লাইব্রেরিয়ান মমিনুর রহমান মোহন অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা ভয়ে দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে।


সংবাদ সম্মেলনে আরো বলেন, অধ্যক্ষ সুমনের গুলি করতে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক জহরুল আলমকে গুলি করতে গিয়েছিলেন। ওই ঘটনায় জহরুল আলম বাদী হয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আধুনিক কুষ্টিয়ার রূপকার মাহাবুবউল আলম হানিফসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই, অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের অস্ত্রের লাইসেন্স বাতিলসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতারের জোর দাবি জানাই।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সভাপতি সোহেল রানা, রাকিবুল ইসলাম বিজয়, সাংগঠনিক বিল্লাল হোসেন সঞ্চয়, দৌলতপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, সাধারণ সম্পাদক আরিফুর রহমান লিয়নসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


বিবার্তা/তুহিন/রোমেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com