নড়াইলে ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১৯:৫২
নড়াইলে ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার পৈত্রিক ভিটা ইতনা গ্রামে প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র কাহিনীকার ডা. নীহাররঞ্জন গুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


৬ জুন, বৃহস্পতিবার দিনব্যাপী জন্মোৎসব অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোভাযাত্রা, লেখকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা, শিল্পীর জীবন ও কর্মের ওপর সেমিনার, নীহাররঞ্জন সড়ক উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কবিগানের আসর।


নীহাররঞ্জন গুপ্তের জন্মস্থান কলকাতায় হলেও তাঁর পৈত্রিক ভিটা নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী পাড়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম-জনপদ ইতনায়। প্রায় ১ একর ১৩ শতক জায়গার ওপর তার পৈত্রিক বাড়িটি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।


জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে প্রথমবারের মতো নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ডা. নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডিন ড. জীবন কৃষ্ণ সাহা, নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, ইতনা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ সরকার, প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।


এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও সাংবাদিক এ্যাড. আব্দুস ছালাম খান, চিত্রকর নারায়ণ চন্দ্র বিশ্বাস, চিত্রকর এস এম আলী আজগর রাজা, সমাজ সেবক শমসেরুল আলম সামুসহ অনেকে।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com