
খুলনায় শাওন তালুকদার (২৪) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৫ জুন) রাতের কোনো এক সময় খুলনার জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত রাতে ঘটনাটি ঘটেছে। কে বা কারা শাওনকে হত্যা করেছে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলমান। কিছু জানা গেলে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন ওসি আনোয়ার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন জোড়া গেটে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে খালিশপুরের জোড়া গেটে মঈনের দোকানের সামনে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। শাওনের বুকের বাঁ পাশে তিনটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]