
বাগেরহাটের মোল্লাহাট ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু। দুই শিশুর নাম আমির হামজা (৭) ও মো. শফিউল্লাহ (৮) দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমির হামজা আড়ুয়াকান্দি গ্রামে আজিজ খানের ছেলে ও শফিউল্লাহ বাকা খানের ছেলে। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ডোবায় ছোট মাছ ধরতে গিয়ে তারা ডুবে যায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে কথা ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]