
বিভিন্ন শস্য দানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তৈরি করা হয়েছে। যেখানে ব্যবহার করা হয়েছে কালোজিরা, ধান, চাউল, মুসরির ডাল, সরিষাসহ নানা শস্য। যা দেখে কৃষকসহ আগত দর্শনার্থীরা রীতিমতো মুগ্ধ । খাদ্যশস্য দিয়ে যে এমন ছবি তৈরি করা যায় তা প্রমাণ করলো ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস।
৫ জুন, বুধবার ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা পর বিভিন্ন স্টল ঘুরে এমনই দুইটি ছবির দেখা মেলে। সকালে সদর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষশী চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ অন্যান্যরা।
মেলার অনুষ্ঠানটি উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
বক্তারা এ সময় বলেন, কন্দাল ফসল যেমন ওল, কচু, কুমড়া, পুঁইশাক, মিষ্টি আলুসহ মান উন্নয়নে কৃষক কি কি করলে তারা আশানুরূপ ফসল পাবে। কীভাবে সহজ পদ্ধতিতেই বাড়ির অঙিনায় কন্দাল ফসল চাষ করা সম্ভব। কোন মাটিতে কি কি ফসল সহজেই উৎপাদন করা সম্ভবসহ নানা বিষয়ে কথা বলেন কর্মকর্তারা ।
এর আগে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কর্মকর্তারা।
বিভিন্ন স্টলে সদর উপজেলার ১৭ ইউনিয়নের বিভিন্ন শাক-সবজি প্রদর্শনী করা হয়। সেখানে বিভিন্ন শস্য দানা দিয়ে সদর উপজেলার ব্যতিক্রমী মানচিত্রও দেখা মেলে। যা দেখে দর্শনার্থী ও আগত অতিথিরা ভূয়সী প্রশংসা করেন ।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]