
কুষ্টিয়ার মিরপুরে মমতাজ বেগম ওরফে জাগা নামে এক মা’কে হত্যার দায়ে তারই আপন সন্তান মুন্না বাবু (৩৫), দেবর আব্দুল কাদের (৫৫) ও ছেলের বন্ধু রাব্বি আলামিন (৩২) নামে ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার অপর একটি ধারায় তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
৫ জুন, বুধবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করেন পুলিশ।
দণ্ডপ্রাপ্ত আসামিরা মিরপুর উপজেলার কাটদহ এলাকার মৃত ফজল বিশ্বাসের ছেলে মুন্না বাবু, ইয়াছিন আলীর ছেলে রাব্বি আলামিন, মৃত ইনছার বিশ্বাসের ছেলে আব্দুল কাদের।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি বিকেলে মমতাজ বেগম ওরফে জাগা তার নিজ বাড়ি হতে নিখোঁজ হয়।নিখোঁজের ৪ দিন পর মিরপুর থানায় একটি জিডি দায়ের করেন নিহতের ভাই। পরে মিরপুর থানার পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ গত ২৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে বাবু, দেবর আব্দুল কাদের ও ছেলের বন্ধু রাব্বি আলামিনকে ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ জানতে পারে নিহতের বসত বাড়ির উত্তর ভিটায় গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য পার্শ্ববতী জনৈক রাজার পরিত্যক্ত পুকুরে পুঁতে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মমতাজ বেগম ওরফে জাগা’র মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. কায়েস মিয়া তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। ১৬ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]