
সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২০ ভরি ওজনের দুটি সোনার বারসহ কাওসার আলী (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা।
৫ জুন, বুধবার সকাল ১০ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান চালায় মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবি গোপন সূত্রে জানতে পারে বুধবার সকাল ১০ টার দিকে চোরাকারবারিরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপির কুতুবপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে।
এমন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ও মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার পার্শ্বে অপেক্ষা করে।
এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক সীমান্তের দিকে যেতে দেখে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এসময় একই গ্রামের অটোরিকশা চালক মৃত আব্দুল কুদ্দুসের ছেলে কাওছার আলী পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে রাখা লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৩২ গ্রাম (১৯.৮৯ ভরি) ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মুন্সিপুর ক্যাম্পের হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে আটককৃত আসামিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]