মহেশপুরে গাছ চাপায় কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ২১:২৩
মহেশপুরে গাছ চাপায় কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুরে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ পড়ে আলামিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


৪ জুন, মঙ্গলবার সকাল ১১টার দিকে মহেশপুর পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে। সে পেশায় কাঠুরিয়াসহ দিনমজুরের কাজ করে ।


স্থানীয় বাসিন্দা ফিরোজ আহম্মেদ জানান, দিন মজুর আলামিন সম্পর্কে আমার ভাতিজা। সে কাঠুরিয়ার কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেয়া হয়। পরে সে একটি পাঁকড়া গাছে উঠে ডাল কাটলে সে ডাল পাশের একটি মেহগনি গাছে আটকে যায়। নিচে নেমে ডাল নামানোর চেষ্টার এক পর্যায়ে কাটা গাছ মাথায় পড়লে আলামিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


বিবার্তা/রায়হান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com