
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ২০২৪-২৫ অর্থবছরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম সভাপতি এবং ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাবিহা বুশরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ জুন) টিএসসিসির ১১৬ নং কক্ষে তারুণ্যের ১৫ তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি আরমান রেজা জয়।
এর আগে সংগঠনটির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। এসময় ‘তারুণ্যে’র দুরন্ত পথিক ইসতিয়াক আহমেদ হিমেল এবং রহিমা খাতুনের সঞ্চালনায় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জায়িম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]