
ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবে ক্ষতবিক্ষত সুন্দরবন ঘুরে দাঁড়াতে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটকসহ জেলে-বনজীবীদের তিন মাসের নিষেধাজ্ঞার ৩ জুন, সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।
আটক এসব জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলারসহ বিপুল পরিমান মাছ ধরা জাল, জ্বালানি তেলসহ রসদ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন, বাগেরহাটের শণখোলা উপজেলার উল্টর রাজাপুর গ্রামে রিয়াজ হাওলাদার (২৮), সাকিব মীর (২৩), শামীম মীর ((১৮), তামিম খান (১৮), বাবুল গাজী (২৮), লাভলু গগাজী (৩০), আরিফ তালুকদার (২৩), বাদল কান (৪৫), মাছুম শরীফ (৩০), আশরাফুল বয়াতী (২৩), রেজাউল গাজী ৩০) ও ছালাম হাওলাদার (৪০)।
একই গ্রামের মৎস্য ব্যবসায়ী মহিম হাওলাদার তাদের সুন্দরবনে মাছ ধরতে পাঠিয়েছে বলে জানিয়েছে আটককৃতরা। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]