
মেহেরপুর শহরের গড়পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তৌফিক হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২ জুন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর গড়পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তৌফিক হোসেন মেহেরপুর পৌরসভার নতুনপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে।
সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বন্ধুরা মিলে ফুটবল খেলা দেখে ফেরার পথে গড়পুকুরে গোসল করতে নামে। এ সময় তার বন্ধু রিফাত, মিতুল, অয়ন ও তামিম একসঙ্গে লাফালাফি করছিল। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তৌফিক হোসেন। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তৌফিককে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার সাউদ কবীর ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার চাইলে মরদেহ দাফনের অনুমতি দেয়া হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]