
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার নির্বাচনি এলাকার জনপ্রতিনিধিরা।
১ জুন, শনিবার সকালে উপজেলার ভূষণ হাইস্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ এবং এমপি আনার এর নির্বাচনি এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান, সদস্যসহ সকল জনপ্রতিনিধি এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমপি আনার হত্যা হলে লাশ চাই, নিখোঁজ হলে সন্ধান চাই। এছাড়াও তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি ও কথিত রক্তমাখা পোষাক উদ্ধারের দাবি জানান তারা। সেই সাথে হত্যায় জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানানো হয়।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]