ইসলামপুরে প্রধানমন্ত্রীর চেক বিতরণ করেছেন ধর্মমন্ত্রী
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৩:৫৬
ইসলামপুরে প্রধানমন্ত্রীর চেক বিতরণ করেছেন ধর্মমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল, যাকাত ফান্ড, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিলসহ সরকারি যাকাত ফান্ড হতে দুঃস্হ ও অসহায় গরীবদের মাঝে ৪১লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।


১ জুন, শনিবার সকাল ১০টায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদে আলহাজ্ব আব্দুল বারী মন্ডল মিলনায়তনে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যান্সার, কিডনী রোগী, দুঃস্থ অসহায় ও প্রাকৃতিক দর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ২০ লাখ ৭০ হাজার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিল হতে ৬ লাখ ৭৬ হাজার, ইসলামিক ফাউন্ডেশননের যাকাত ফান্ডের ৫ লাখ ৫৩ হাজার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনী দুঃস্হ ও অসহাদের মাঝে ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।


এই উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের উপ পরিচালক আব্দুর রাজ্জাক। জামালপুর আইন কলেজের অধ্যক্ষ নব নির্বাচিত ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর আবু শামাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এসময় প্রধান অতিথি ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পিতার আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের ন্যায় মাথা উচুঁ করে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী সব সময় মানুষের কল্যাণে কাজ করেন; মানুষের কথা ভাবেন। কোন অসহায় ও গরীব দুঃখী মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পান। এর জন্য তার কল্যাণ তহবিলসহ বিভিন্ন ফান্ড হতে অনুদানের ব্যবস্থা করেন।


বিবার্তা/হারুনী/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com