
চুয়াডাঙ্গায় মাঠ থেকে রজব আলী নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ জুন, শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত রজব আলী একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের দেথের আলীর ছেলে। এর আগে গতকাল শুক্রবার (৩১ মে) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, শনিবার সকালে গ্রামের অন্যান্য কৃষজেরা মাঠে যাওয়ার পথে যুগিরহুদা-ভান্ডারদহ সড়কের পাশে ঝোড়ের ভেতর এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।
পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক সুমন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পায়নি। আজ সকালে পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। তার সাথে কারো তেমন কোনো শত্রুতা নেই বলে আমার জানা আছে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলেন্দার আলী বলেন, আমরা এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বিবার্তা/আসিম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]