ঘূর্ণিঝড় রেমাল
সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
প্রকাশ : ৩১ মে ২০২৪, ২১:৫৫
সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে সুন্দরবনে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯টিতে।


৩১ মে, শুক্রবারও সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আরও ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।


খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো সাংবাদিকদের জানান, ২৮ মে থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন মৃত হরিণ উদ্ধার করা হচ্ছে। আজও বনের বিভিন্ন এলাকা থেকে ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহের বেশিরভাগ অংশ পচে গেছে। এ নিয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ১১১টি মৃত হরিণ, ৪টি মৃত বন্য শূকর এবং একটি জীবিত অজগর উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, জলোচ্ছ্বাসের ফলে নদীতে ভাসতে থাকা জীবিত ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এখনও বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি চালাচ্ছে। দুয়েকদিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com