নড়াইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৭:১৪
নড়াইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশু মৃত্যু প্রতিরোধে আগামী শনিবার (১ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


৩০ মে, বৃহস্পতিবার দুপুরে নড়াইল সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় জানানো হয়, এ ক্যাম্পেইনে নড়াইল জেলার তিনটি উপজেলা ও তিনটি পৌরসভার মোট ১ হাজার ২০টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭ হাজার ৬৮০ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯২৩ জন শিশুকে একটি করে নীল রংয়ের এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭৫৭ জন শিশুকে লাল রংয়ের এ ক্যাপসুল খাওয়ানো হবে।


সভায় আরো জানানো হয়, এ ক্যম্পেইনে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এ ভিটামিন খালি পেটে খাওয়ানো যাবে না, ভরা পেটে খেতে হবে, কোন কারণে খাওয়ার পরে শিশুর যদি বমি হয় তাতে ভয়ের কিছু নেই। এছাড়াও এ ক্যম্পেইন থেকে ১টি শিশুও যেন বাদ না পড়ে সে জন্য বিষয়ে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।


সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এর সভাপতিত্বে সভায় নারায়নগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বাবু, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. শুভাশীষ বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com