
ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার এমপিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও মূল হোতাদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে, বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার বারোবাজার আওয়ামী লীগের ৯, ১০ ও ১১ নং ইউনিয়নের আয়োজনে যশোর-ঝিনাইদহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের নির্বাচিত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুসহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]