
কুষ্টিয়ার মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আড়াই কেজি কোকেন উদ্ধার করেছে বিজিবি।
২৯ মে, বুধবার বিকেল সাড়ে ৫টায় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমান মাদক কোকেন উদ্ধার করা হয়
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]