
ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৮ মে, মঙ্গলবার রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
তিনি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বামুনগাছি গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিল। রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা পুলিশের খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মান্দারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুর রহমান জানান, উনি ছিলেন ফকির মতের অনুসারী। তার বাড়িতে অনেক ভক্ত-বৃন্দ আসা- যাওয়া করতো। তার বউ পাগল, সে এক ঘরে থাকতো এবং ফকির অন্য ঘরে থাকতো। তবে গতকাল রাতে কারা তাকে হত্যা করেছে, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে। তবে শুনেছি রাজাপুর গ্রামের দুই ব্যক্তি রাতে ওই বাড়িতে এসেছিল। তাঁরা কারা এটা জানতে পারিনি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শাহজাহান ফকিরের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে, খুব শীঘ্রই অপরাধীকে শনাক্ত ও আটক করতে পারবো।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]