
কারিগরি শিক্ষায় সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অযৌক্তিক বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ দ্রুত বাস্তবায়নসহ ৩দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৮ মে, মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের টিটিসি চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রায় আধা ঘণ্টাব্যাপী মানবববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রমিচউর রহমান, অর্থ সম্পাদক সুকুমার বিশ্বাস, জেলা কমিটির সদস্য আলি রেজা, মো. রিপন হোসেন, প্রবীর কুমার মণ্ডল, শামীম মিনাসহ প্রমুখ।
মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর মাধ্যমে ৩ দফা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]