
ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতির উপজেলা বড়খেরীর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের কয়েকটি স্থানে ধস নেমেছে। জোয়ারের তোড়ে বাঁধের বিভিন্ন স্থানে অন্তত ৯ টি গর্তের সৃষ্টি হয়েছে। এতে পুরোপুরি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বাঁধটি।
বাঁধ ক্ষতিগ্রস্ত হলে রামগতি বাজার ভাঙন ঝুঁকিতে পড়বে।
এদিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাঁধ মেরামতের চেষ্টা করছেন। ভাঙন ঠেকাতে বিধ্বস্ত স্থানে জিওব্যাগ এবং ব্লক বসিয়েছেন তারা।
বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বলেন, ঘূর্ণিঝড় রেমালের সময় মেঘনার জোয়ারে বাঁধে আঘাত হানে। এতে বাঁধের অন্তত ৯টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। জোয়ারের তোড়ে বাঁধে মাটি সরে গেছে। ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডেকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমাদের নৌ-পুলিশের সদস্যরা বাঁধ মেরামতে কাজ করছে। বাঁধের বিধ্বস্ত স্থানে জিওব্যাগ ও ব্লক বসানো হয়েছে।
বিবার্তা/সুমন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]