যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১৩:৪৭
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।


২৭ মে, সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত একজন হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মৃত আসান আলী মন্ডলের ছেলে হাসেম আলী (৪০)। অপরজন পরিবহনের সুপারভাইজার বলে ধারণা করছে পুলিশ।


বাস উল্টে প্রায় ১০ জন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়। তারা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।


অপরদিকে, এ ঘটনার পরপরই যশোরের হামিদপুর বিজিবি ক্যাম্পের সামনে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ।


পুলিশ সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে রাঙামাটি হতে সাতক্ষীরাগামী সেন্টমার্টিন পরিবহনে একটি ইটভাটার ২০/২৫ জন শ্রমিক ওই পরিবহনটি ভাড়া করে। রাঙামাটি হতে সাতক্ষীরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।


যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com