
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে মোংলা বন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ও সকল প্রকার অপারেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বন্দরের হারবাড়িয়ায় ৩, ৫, ৭, ৯, ১১ ও বেসক্রিক ৪ এ অবস্থানরত জাহাজের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। চ্যানেল অবস্থানরত লাইটার ভেসেল ও ড্রেজার গুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
২৬ মে, রবিবার মোংলা বন্দরের সভাকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বশেষ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বন্দরে থাকা ২০৭১টি গাড়ি সুরক্ষার জন্য বন্দরের বিভিন্ন শেড, ওয়ার হাউজ ও কার ইয়ার্ডে রাখা হয়েছে। বন্দরের জেটি এলাকার অভ্যন্তরীণ কন্টেইনার ও অন্যান্য কার্গো ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষা করতে সিঙ্গেল টায়ারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে বেঁধে রাখা হয়েছে। আপদকালীন পরিস্থিতিতে কোন জাহাজ ঝড়ের কবলে পড়লে তাৎক্ষণিক দুইটি টাগবোট ও দুইটি রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]