লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, শিশুসহ আহত ৩
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৫:৫৮
লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, শিশুসহ আহত ৩
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এসময় শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উভয় পক্ষের ২০টি ঘরবাড়ি ভাঙচুর করা অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে ডহরপাড়া এগারনলী, তালুকপাড়া ও লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এসব ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে লাহুড়িয়া ইউনিয়নে বিজয়ী প্রার্থী এ কে এম ফয়জুল হক ও পরাজিত প্রার্থী আ. হান্নান রুনুর গ্রামের বাড়ি লাহুড়িয়ায় উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনার জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডহরপাড়ায় জয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থক তরিকুল মোল্যাকে কুপিয়ে আহত করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে লাহুড়িয়া বাজারে প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর সমর্থকরা গিয়াসউদ্দিন মোল্যা (৫০)-কে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত গিয়াসউদ্দিন মোল্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহত তরিকুল মোল্যার তিন বছরের মেয়ে সুমায়াকে কুপিয়ে আহত করেছে জয়ী প্রার্থীর সমর্থকরা।


এ ঘটনার পরে রাতেই ডহরপাড়া গ্রামে রবিউল ইসলাম, শিহাব উদ্দীন, হিরু মিয়া, তরিকুল ইসলাম, টুকু মেম্বার, আবুল কালাম, ফায়েক হোসেন, এগারনলীর চাঁদ শেখ, রিয়াকত হোসেন, তালুকপাড়া শিহাব উদ্দীন, সাইফার, তরিকুর কাজী, দিদার কাজি, গোলাম মওলা পাখি, আরব আলী ও লাহুড়িয়া পশ্চিম পাড়ায় মিজানুর রহমান, ইকতিয়ার শেখ, আলাউদ্দীন শেখ, কামাল শেখ।


উল্লেখ্য গত ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন এ কে এম ফয়জুল হক রোম (আনারস প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন এস এম আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার প্রতীক)।


এ ব্যাপারে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) পরিদর্শক সেলিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।


বিবার্তা/শরিফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com