
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আর মাত্র দু’দিন বাকি, তাই শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ১৯ মে, রোববার রাতে শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা।
ভোটারদের কাছে নিজেকে যোগ্য হিসেবে পরিচিতি ঘটাতে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ, ভয় ভীতি প্রদর্শন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি ও জনপ্রতিনিধির স্বজন হওয়ায় বাড়তি সুবিধা আদায়ের চেষ্টায় ত্রুটি রাখছেন না। তবে নিরুত্তাপ নির্বাচনি প্রচারণায় সাড়া জাগাতে পারছে না ভোটারদের মাঝে। তারপরও জেনে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি সাধারণ ভোটারদের।
নির্বাচনে দৌলতপুরে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন প্রার্থী। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি (স্বতন্ত্র) আলহাজ রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। তার প্রতীক আনারস। অপরজন দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান। তার প্রতীক ঘোড়া।
প্রচার-প্রচারাণায় থেমে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। তারাও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কেউ অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। দৌলতপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এর মধ্যে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল ও জাহেরুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এর মধ্যে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা কবিরাজ জলি, সুরভি আক্তার ও অ্যাডভোকেট ফারজিয়ানা ডলি।
সাধারণ ভোটারদের অভিমত তারা জেনে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিবার্তা/শরীফুল/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]