আচরণ বিধি লঙ্ঘনের দায়ে
মোংলায় দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১৫:৫১
মোংলায় দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।


১৮ মে, শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম এ জরিমানা করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ও গলদা চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার বড় গেইট ও তোরণ বানিয়ে নির্বাচনের প্রচারণা চালিয়ে আসছেন। যা নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দুই চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া এ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবাইদুল ইসলাম হিমেল এক গাড়িতে দুই মাইক ও পৌর শহরের নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার ও বড় পিভিসি ব্যানার ঝুলিয়ে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এজন্য তাকেও ৪০ হাজার জরিমানা করা হয়েছে।


জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য এসব প্রার্থীদের সতর্ক করা হয় এবং নির্বাচনি আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।


উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে মোংলা উপজেলায় নির্বাচন হবে আগামী ২৯মে। এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও তিনজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com