চুয়াডাঙ্গায় আমের ‘চড়া’ দাম
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১৩:৪১
চুয়াডাঙ্গায় আমের ‘চড়া’ দাম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলা প্রশাসনের দেয়া ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে গত বৃহস্পতিবার বাগান থেকে আম সংগ্রহের পর চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে বেচাকেনা শুরু হয়েছে। তবে গতবারের তুলনায় দাম বেশ চড়া।


শুক্রবার (১৭ মে) সকাল থেকে আড়তে আসতে শুরু করেছে স্থানীয় বাগানের আঁটি, গুটি ও বোম্বাই আম। তবে পাইকারি আড়ত ও খুচরা দোকানগুলোতে সাতক্ষীরার গোবিন্দভোগ আম বেশি বিক্রি হচ্ছে।


জেলার পাইকার আম ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুর দিনেই আড়তগুলোতে প্রায় ২০০ মণ আম বিক্রি হয়েছে। তবে গত বছরের তুলনায় দাম এবার বেশি।


গত মৌসুমের প্রথম দিনে আড়তগুলোতে জাতভেদে প্রতি কেজি আম ২০ থেকে সর্বোচ্চ ৪৫ টাকা দরে বিক্রি হয়েছিল। সেখানে এ মৌসুমে সর্বনিম্ন ২৮ থেকে ৮২ টাকা কেজি দরে আম বিক্রি হয়েছে। আর এসব আম খুচরা বাজারে প্রতি কেজি ১০০ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


জানা গেছে, জেলা শহরের বিভিন্ন আড়ত থেকে খুচরা বিক্রেতারা আম কিনে চুয়াডাঙ্গা পৌর এলাকার তিনটি বাজারসহ জেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে যান। খুচরা বিক্রেতাদের সাতক্ষীরার গোবিন্দভোগ ও স্থানীয় বোম্বাই আমের দিকে ঝোঁক ছিল বেশি। আঁটির আম হলেও এই দুটি জাতের আমের আকার ও রঙের কারণে বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া আচার তৈরির জন্য কাঁচা গুটি ও ফজলি আম বিক্রি হতে দেখা গেছে।


কালু ফল ভান্ডারে প্রতি কেজি স্থানীয় জাতের আঁটির আম ৫৫ টাকা ও বোম্বাই ৫০ থেকে ৫৫ এবং সাতক্ষীরার গোবিন্দভোগ আম ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।


খাঁজা ভান্ডারে প্রতি কেজি বোম্বাই ৪৫ টাকা; আবদুল্লাহ ফল ভান্ডারে প্রতি কেজি স্থানীয় বোম্বাই ৪৫ থেকে ৫৫ টাকা, গোলাপফাঁস আঁটি ৫৫ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।


জানতে চাইলে আল্লাহর দান ফল ভান্ডারের স্বত্বাধিকারী চুয়াডাঙ্গা জেলা ফল ও আম ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, প্রথম দিন হিসেবে অল্প কিছু স্থানীয় জাতের আম আড়তে তোলা হয়। দাম ভালোই পাওয়া গেছে। তবে সব ধরনের আম পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


এদিকে শহরের কাঁচাবাজারে খুচরা দোকানগুলোতে আকারভেদে প্রতি কেজি গোবিন্দভোগ ৮০ থেকে ৮৫ টাকা ও বোম্বাই ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।


বিবার্তা/আসিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com