পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন
নির্বাচনে অংশগ্রহণকারীকে দল থেকে বহিস্কার
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১৬:৪৪
নির্বাচনে অংশগ্রহণকারীকে দল থেকে বহিস্কার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যারা উপজেলা নির্বাচণে অংশগ্রহণ করবেন তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। এমন সিদ্ধান্তের কথা নেতাকর্মীদেরকে একাধিকবার জানিয়ে দেয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।


৯ মে, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


এসময় তিনি আরও বলেন, উপজেলা ভোট বর্জন নিয়ে আমরা অনেক ক্যাম্পেইন করেছি। সেই সাথে বিএনপির যারা প্রার্থী হয়েছিলেন বা হচ্ছেন তাদের আমরা নিষেধ করে প্রত্যাহার করিয়েছি। গত ১৫ এপ্রিল আমরা বাসায় বিএনপি নেতাদের নিয়ে একটি সভা করি। সেখানকার একটি বক্তব্যর কিছু অংশ সুপার এডিট করে প্রচার করা হয়েছে।


যেখানে বলা হয়েছে আমি নেতাকর্মীদের মন দিয়ে কাজ করতে বলেছি এবং উপজেলা নির্বাচণে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছি। যার সূত্র ধরে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিল। আসলে এটি মিথ্যা এবং বানোয়াট। আমার বক্তব্যকে সুপার এডিট করে আমাকে তথা জেলা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করেন তিনি।


সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাানান। এছাড়াও মঙ্গলবার দিবাগত রাতে তেঁতুলিয়া সীমান্তে দুইজন নিরীহ বাংলাদেশিকে বিচার বর্হিভূতভাবে হত্যা করেছে বিএসএফ। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে সরকারের পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।


সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com